স্নাতক এবং স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের চাকরি দেবে রাজ্য সরকারি হাসপাতাল। ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইপিজিএমইআর), কলকাতার একটি গবেষণা প্রকল্পে কর্মী নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের এন্ডোক্রিনোলজি বিভাগের ওই প্রকল্পে ডায়াবেটিস এডুকেটর এবং অফিস অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন। শূন্যপদ একটি।
ডায়াবেটিস এডুকেটর পদে পুষ্টিবিদ্যা বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের আবেদন গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে যাঁরা নার্সিং, জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফরি (জিএনএম) বিষয়ে স্নাতক স্তরের কোর্স সম্পূর্ণ করেছেন, তাঁরাও আবেদন করতে পারবেন। তবে, উভয় ক্ষেত্রেই তাঁদের এডুকেটর কিংবা সমতুল্য পদে অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। নিযুক্ত ব্যক্তি প্রতি মাসে ২২ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন।
আরও পড়ুন:
অফিস অ্যাসিস্ট্যান্ট পদে যে কোনও বিষয়ে স্নাতকেরা আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রেও কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা আবশ্যক। কোনও সরকারি গবেষণা কেন্দ্রে কাজের অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। নিযুক্তের জন্য প্রতি মাসে ১৬ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে।
অনূর্ধ্ব ৩০ বছর বয়সিরা উল্লিখিত পদে কাজের সুযোগ পাবেন। তাঁদের বাংলায় দক্ষ হতেই হবে। কাজের সূত্রে অন্যত্র যেতেও হতে পারে। প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নেওয়া হবে।
এ জন্য তাঁদের ১১ অক্টোবরের মধ্যে আইপিজিএমইআর, কলকাতার ঠিকানায় আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের জন্য জীবনপঞ্জি-র সঙ্গে শিক্ষাগত যোগ্যতা এবং কর্মজীবনের অভিজ্ঞতার প্রমাণপত্র থাকা দরকার।