কেন্দ্রের রেল মন্ত্রকের অধীনস্থ সংস্থা ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেডে চাকরির সুযোগ। সংস্থার ওয়েবসাইটে এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সংস্থায় চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। এর জন্য আগ্রহীদের অফলাইনে আবেদন জানাতে হবে। যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
সংস্থায় নিয়োগ হবে ম্যানেজার/ কোয়ালিটি পদে। মোট শূন্যপদ চারটি। নিযুক্তদের প্রথমে নয়া দিল্লির কর্পোরেট অফিসে পোস্টিং দেওয়া হলেও পড়ে দেশের অন্য স্থানেও পোস্টিং দেওয়া হতে পারে।
ম্যানেজার/ কোয়ালিটি পদে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ৫০ বছর। তবে বয়সের ছাড় থাকবে সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য। নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ৬০,০০০ টাকা।
আরও পড়ুন:
ম্যানেজার/ কোয়ালিটি পদে আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, পাঁচ বছরের পেশাদারি অভিজ্ঞতা থাকাও জরুরি।
আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ১১ এপ্রিল আবেদনের শেষ দিন। এর পর উভয় পদে লিখিত পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে আরও জানতে আগ্রহীদের সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।