কেন্দ্রের কয়লা মন্ত্রকের অধীনস্থ সংস্থা নর্দার্ন কোলফিল্ডস লিমিটেড (এনসিএল)-এ একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি সংস্থার ওয়েবসাইটে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, সংস্থায় নিযুক্তদের বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়া হবে। এর জন্য আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে অনলাইনে। যা বুধবার থেকে শুরু হয়ে গিয়েছে।
সংস্থায় ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস এবং ট্রেড অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ পদে নিয়োগ হবে। মোট শূন্যপদের সংখ্যা ১৭৬৫। নিযুক্তদের প্রশিক্ষণ চলবে এক বছর ধরে।
সমস্ত পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৬ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস এবং ট্রেড অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ পদে নিযুক্তদের বৃত্তি বাবদ প্রতি মাসে যথাক্রমে ৮০০০ টাকা, ৯০০০ টাকা এবং ৭৭০০/ ৮০৫০ টাকা।
আরও পড়ুন:
সংস্থায় গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদে আবেদনের জন্য প্রার্থীদের ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স/ মেকানিক্যাল/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর্স ডিগ্রি থাকতে হবে।
একই ভাবে, অন্য পদগুলির জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে। বিভিন্ন পদের জন্য মেধার ভিত্তিতে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে।
আরও পড়ুন:
আগ্রহীদের এর জন্য প্রথমে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ওয়েবসাইটে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে। এর পর সংস্থার ওয়েবসাইটে সমস্ত নথি-সহ বিভিন্ন পদে আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন আগামী ১৮ মার্চ। নিয়োগের শর্তাবলি এবং অন্যান্য তথ্য জানার জন্য প্রার্থীদের সংস্থার ওয়েবসাইট দেখতে হবে।