যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক নিয়োগ করা হবে। এই মর্মে সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগের জন্য এই নিয়োগ। শিক্ষক নিয়োগের জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। তাঁদের আগে থেকে আবেদনপত্র পাঠাতে হবে না।
প্রতিষ্ঠানের ইতিহাস বিভাগের তরফে ‘গেস্ট ফ্যাকাল্টি’ নিয়োগ করা হবে। শূন্যপদ আটটি। সকলকেই চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। প্রথমে এক বছর কাজের মেয়াদ থাকবে, পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে। প্রতি ক্লাস অনুযায়ী ৫০০ টাকা করে মিলবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইতিহাস বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর যোগ্যতা থাকা চাই। ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট অথবা স্টেট এলিজিবিলিটি টেস্ট উত্তীর্ণ হওয়া চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।
আরও পড়ুন:
৩ ডিসেম্বর ইন্টারভিউ হবে। বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় প্রার্থীদের সকাল ১১টার মধ্যে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি নিয়ে যেতে হবে। কী কী নথি প্রয়োজন তা জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (jadavpuruniversity.in) দেওয়া বিজ্ঞপ্তিটিতে দেখে নিতে হবে। ওই বিজ্ঞপ্তি থেকেই আরও তথ্য এবং শর্তাবলিও জানা যাবে।