যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ। সেই মর্মে প্রতিষ্ঠানের তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি।
সিনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে। প্রতি মাসে ৪২ হাজার টাকা করে ফেলোশিপ দেওয়া হবে। আবেদনের জন্য প্রার্থীদের যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ভূতাত্ত্বিক বিজ্ঞান বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। সংশ্লিষ্ট বিভাগে দু’বছরের গবেষণা সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকা চাই। প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। আগামী ২১ নভেম্বর বেলা ৩টে থেকে ইন্টারভিউ হবে। ওই দিন আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে যেতে হবে প্রার্থীদের। তার আগে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। সে জন্য প্রথমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি সংগ্রহ করতে হবে। বিজ্ঞপ্তি থেকেই আবেদনপত্র সংগ্রহ করা যাবে। আবেদনপত্রের মূল্য হিসাবে ৫০ টাকা ধার্য করা হয়েছে। এর পর বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি নিয়ে ইন্টারভিউয়ের দিন যেতে হবে। এই বিষয়ে সবিস্তার তথ্য এবং শর্তাবলি বিজ্ঞপ্তি থেকেই জানা যাবে।