এশিয়ার তিনটি বদ্বীপ অঞ্চলের ভবিষ্যৎ সুরক্ষা এবং স্থায়ী উন্নয়নের জন্য একটি আন্তর্জাতিক মানের গবেষণা প্রকল্পের কাজ হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। দু’দিন আগেই সেই মর্মে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকল্পটি ইংল্যান্ডের একটি গবেষণা সংস্থার অর্থ সহায়তায় পরিচালিত হবে। নিয়োগ হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। আগ্রহীদের আগে থেকে আবেদন জানাতে হবে না।
বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ওশিয়ানোগ্রাফিক স্টাডিজ়ে গবেষণা প্রকল্পের কাজ হবে। প্রকল্পটি ইংল্যান্ডের ইউকে রিসার্চ অ্যান্ড ইনোভেশন (উক্রি)-এর গ্লোবাল চ্যালেঞ্জেস রিসার্চ ফান্ড (জিসিআরএফ)-এর অর্থপুষ্ট। গবেষণার বিষয় ভারতের ‘লিভিং ডেল্টা’ বা বদ্বীপ অঞ্চল সংক্রান্ত।
প্রকল্পে প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ হবে। শূন্যপদ রয়েছে একটি। স্বল্পমেয়াদি এই প্রকল্পের কাজ শুরু হবে আগামী ১ মার্চ থেকে। কর্মী নিয়োগ করা হবে পূর্ণ সময়ের জন্য। আবেদনকারীদের বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে ৮০,০০০ টাকা প্রতি মাসে।
আরও পড়ুন:
-
কল্যাণী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় প্রকল্পে কাজের সুযোগ, নিয়োগ ইন্টারভিউয়ের মাধ্যমে
-
হিন্দুস্তান কপার লিমিটেডে চিকিৎসকদের কাজের সুযোগ, নিয়োগ ইন্টারভিউয়ের মাধ্যমে
-
কৃষিবিদ্যায় পিএইচডি করবেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ে শুরু রেজিস্ট্রেশন প্রক্রিয়া
-
আইআইটি গান্ধীনগর থেকে ডেটা সায়েন্সে মাস্টার্স করবেন? ক্লাস করা যাবে অনলাইনেই
-
আইন নিয়ে পড়েছেন? কেন্দ্রীয় সংস্থা ইঞ্জিনিয়ারিং প্রজেক্টস ইন্ডিয়ায় রয়েছে কাজের সুযোগ
পূর্ণ সময়ের এই পদে আবেদনের জন্য প্রার্থীদের গবেষণার সঙ্গে সম্পর্কিত বিষয়ে মাস্টার্স থাকতে হবে। এ ছাড়া অন্তত তিন বছর ভারতের সুন্দরবন অঞ্চল নিয়ে গবেষণার অভিজ্ঞতা এবং প্রকাশিত গবেষণাপত্রও থাকতে হবে। আবেদনকারীদের পিএইচডি থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
আগামী ২০ ফেব্রুয়ারি দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ওশিয়ানোগ্রাফিক স্টাডিজ়ে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সেন্টার থেকে সংগৃহীত আবেদনপত্র এবং অন্যান্য নথি সঙ্গে নিয়ে যথাস্থানে উপস্থিত হতে হবে। এই বিষয়ে বিশদ জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।