কলকাতা মেট্রোয় রয়েছে কাজের সুযোগ। সম্প্রতি কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের ওয়েবসাইটে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে কর্মী।
জেনারেল ম্যানেজার/এক্সপার্ট নিয়োগ করা হবে। সিগন্যাল ও টেলিকম বিভাগের জন্য নিয়োগ। চুক্তির ভিত্তিতে ছ’মাসের জন্য থাকবে কাজের মেয়াদ। পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে। শূন্যপদ একটি। আবেদন করতে পারবেন শুধুমাত্র অবসরপ্রাপ্ত কর্মীরা। তবে, সে ক্ষেত্রেও রাজ্য সরকার/কেন্দ্রীয় সরকার অধীনস্থ কোনও সংস্থা অথবা রেলওয়েতে কাজ করেছেন, এমন ব্যক্তিরা এবং সিগন্যাল ও টেলিকম বিভাগে কাজের অভিজ্ঞতাসম্পন্নরাই আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স ৬০ থেকে ৬২ বছরের মধ্যে হতে হবে। কর্মস্থল হবে কলকাতাতেই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে। ২১ জুনের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে আগ্রহীদের।
এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে মেট্রো রেলওয়ের ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।