একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল কলকাতা পুরসভা। কলকাতা সিটি এনইউএইচএম (ন্যাশনাল আরবান হেলথ মিশন) সোসাইটির অধীনে নিয়োগ করা হবে কর্মী।
অ্যাকাউন্ট্যান্ট ১ পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ রয়েছে ১৭টি। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে অ্যাকাউন্ট্যান্টদের। প্রতি মাসে ২৬ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। আবেদনের জন্য প্রার্থীর বয়স ১ জানুয়ারি ’২৩ অনুযায়ী ৪০ বছরের মধ্যে হওয়া দরকার। প্রার্থীকে পশ্চিমবঙ্গ নিবাসী হতে হবে। পাশাপাশি, যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর অফ কমার্স (বিকম) পাশ হতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা/ সার্টিফিকেট কোর্সের শংসাপত্র থাকতে হবে। মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে যদি কোনও প্রার্থী স্নাতক উত্তীর্ণ হন, সেক্ষেত্রেও আবেদন করা যাবে। এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, ট্যালি-সহ কম্পিউটারে অ্যাকাউন্ট্যান্সি সংক্রান্ত বিভিন্ন সফটওয়্যারের কাজ জানা দরকার। সংশ্লিষ্ট বিভাগে সরকারি কোনও সংস্থায় এক বছরের এবং বেসরকারি কোনও সংস্থায় দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকা দরকার।
আরও পড়ুন:
কী ভাবে আবেদন করবেন?
প্রার্থীকে প্রথমে কলকাতা পুরসভার ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করা প্রয়োজন। এর পর আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় সরাসরি জমা দিতে হবে। ১ থেকে ৯ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত জমা দেওয়া যাবে আবেদনপত্র।
নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে কলকাতা পুরসভার ওয়েবসাইটটি দেখতে পারেন।