রাজ্যের কারিগরি বিশ্ববিদ্যালয়ে সিগন্যাল প্রসেসিং নিয়ে গবেষণা চলছে। মৌলানা আবুল কালাম আজ়াদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (ম্যাকাউট)-এর ওই গবেষণা প্রকল্পে প্রজেক্ট অ্যাসোসিয়েট নিয়োগ করা হবে। ওই প্রকল্পে কেন্দ্রীয় সরকারের বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফে আর্থিক অনুদান দেওয়া হবে। সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে ওই পদে আবেদনের শেষ দিন ১৬ মে-এর পরিবর্তে ১৫ জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছে। শূন্যপদ দু’টি।
অ্যানালগ এবং ডিজিটাল সিগন্যাল একসঙ্গে কী ভাবে কাজ করে, তা নিয়েই এই প্রকল্পে কাজ করতে হবে নিযুক্ত ব্যক্তিদের। তাই সংশ্লিষ্ট প্রকল্পে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, মাইক্রোইলেক্ট্রনিক্স এবং ভিএলএসআই (ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন) টেকনোলজি কিংবা সমতুল্য বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নরা আবেদন করতে পারবেন। এ ছাড়াও নিযুক্ত ব্যক্তিদের চিপ ডিজ়াইন, ভিএলএসআই ডিজ়াইন সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হবে।
আরও পড়ুন:
মাইক্রো ইলেক্ট্রনিক্স এবং ভিএলএসআই টেকনোলজি বিভাগের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এক বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। প্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। প্রতি মাসে ফেলোশিপ এবং বাড়ি ভাড়া-বাবদ ৩১ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
আগ্রহীদের একটি ফর্ম অনলাইনে পূরণ করতে হবে। ওই ফর্ম এবং অন্য আনুষঙ্গিক নথি-সহ আবেদনপত্র ইমেল মারফত পাঠাতে পারবেন। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডেকে পাঠানো হবে। এই বিষয়ে আরও জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.makautwb.ac.in) গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।