স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নদের নিয়োগ করবে রাজ্যের বিশ্ববিদ্যালয়। মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি-র (ম্যাকাউট) বায়োইনফরমেটিক্স বিভাগের গবেষণা প্রকল্পে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন। সংশ্লিষ্ট প্রকল্পে আর্থিক অনুদান কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি-র তরফে দেওয়া হবে। শূন্যপদ একটি।
কাজ করতে আগ্রহীদের রসায়ন, বায়োইনফরমেটিক্স, বায়োটেকনোলজি, বায়োফিজ়িক্স কিংবা লাইফ সায়েন্সেস শাখার কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। তাঁদের লিন্যাক্স অপারেটিং সিস্টেম, স্ট্রাকচারাল বায়োইনফরমেটিক্স নিয়ে কাজের দক্ষতা থাকতে হবে।
আরও পড়ুন:
এক বছরের চুক্তিতে নিযুক্তকে কাজ করতে হবে। প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ২৫ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। প্রার্থীদের যোগ্যতা ইন্টারভিউয়ের মাধ্যমে যাচাই করে নেওয়া হবে।
আগ্রহীরা ই-মেল মারফত আবেদন জানাতে পারবেন। আবেদনের শেষ দিন ১৫ অক্টোবর। বাছাই করা প্রার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যোগাযোগ করে ইন্টারভিউয়ের তথ্য জানিয়ে দেবেন।