Advertisement
E-Paper

ন’হাজারের বেশি শূন্যপদ এনবিসিএফডিএম-এ, নিয়োগ হবে রাজ্য জুড়ে

রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় নিয়োগ করা হবে কর্মী। মোট শূন্যপদ রয়েছে ৯৮৫০টি। ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার পদে ১৪৪ জন আবেদন করতে পারবেন।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৫ ১৭:৩৯
Share
Save

জাতীয় অনগ্রসর শ্রেণি অর্থ ও উন্নয়ন মিশন বা ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাসেস ফিন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট মিশন (এনবিসিএফডিএম)-র তরফে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি তাঁদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় নিয়োগ করা হবে কর্মী।

মোট শূন্যপদ রয়েছে ৯৮৫০টি। ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার পদে ১৪৪ জন আবেদন করতে পারবেন। প্রতি মাসে বেতন দেওয়া হবে ৩৬,৭৬০ টাকা। অ্যাকাউন্ট অফিসার পদে ১৬৬ জনকে নিয়োগ করা হবে। প্রতি মাসে ২৭ হাজার ৪৫০ টাকা বেতন দেওয়া হবে। ২৩১ জন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ হবেন। ৩০ হাজার ৭৫০ টাকা বেতন দেওয়া হবে। ৪৩৬ জন ডেটা ম্যানেজার নিয়োগ করা হবে।

তাঁদের বেতন হবে ২৮ হাজার ৩৫০টাকা। ফিল্ড ডেটা কালেক্টর পদে ৯৯৬ জনকে নিয়োগ করা হবে। প্রতি মাসে ২৫ হাজার ৬৫০ টাকা বেতন দেওয়া হবে। ১৪৪৪ জন ফিল্ড অ্যাসিস্ট্যান্ট নিয়োগ হবেন। বেতন মিলবে মাসে ২৪,৬৫০ টাকা। মাল্টি টাস্কিং অফিসার নিয়োগ করা হবে ১২৫৮টি শূন্যপদে। বেতন দেওয়া হবে ২৩ হাজার ৪৫০ টাকা। ১৭৭৪ জন কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে। যাঁদের বেতন হবে ২৩ হাজার ২৫০ টাকা। ১৮৬৫টি শূন্যপদে অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। তাঁদের বেতনও ২৩ হাজার ২৫০ টাকা। ট্রেনিং ফেসিলিটেটর পদে ১৫৬৬ জনকে নিয়োগ করা হবে। প্রতি মাসে ২২ হাজার ৭৫০ টাকা বেতন দেওয়া হবে। সব ক’টি পদে আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন। লিখিত পরীক্ষা ও কম্পিউটারের পরীক্ষার মাধ্যমে বাছাই করা প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন করবেন কী ভাবে?

এনবিসিএফডিএম-র ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। একই সঙ্গে জমা দিতে হবে আবেদনমূল্যও। ১৫ মার্চ আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে এনবিসিএফডিএম-র ওয়েবসাইটটি দেখতে পারেন।

National Backward Classes Finance and Development Mission Job Vacancy Govt Jobs 2025 Job Recruitment WB Job Vacancy Recruitment 2025

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}