বিভিন্ন বিভাগে কর্মী নিয়োগ করবে ন্যাশনাল হাইওয়েজ় অথরিটি অফ ইন্ডিয়া (এনএইচএআই)। সম্প্রতি এই রাষ্ট্রায়ত্ত সংস্থার তরফে তেমনটাই ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, সংস্থায় নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে। ইচ্ছুক প্রার্থীদের আবেদনপত্র জমা নেওয়া হবে অনলাইনে।
সংস্থায় নিয়োগ করা হবে অ্যাডভাইসর (টেকনিক্যাল) এবং জয়েন্ট অ্যাডভাইসর (টেকনিক্যাল) পদে। শূন্যপদের সংখ্যা পাঁচ। তাঁদের স্ট্যান্ডার্ডাইজ়েশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, টেকনোলজি ইনডাকশন সেল এবং কোয়ালিটি সেল-এ কাজ করতে হবে। প্রথমে দু’বছরের চুক্তিতে কাজ করতে হবে। এর পর শর্তসাপেক্ষে বাড়ানো হবে কাজের মেয়াদ।
বিভিন্ন পদে আবেদনের জন্য বয়স হতে ৩৫ বা ৬৫ বছরের মধ্যে। সরকারি নিয়ম মেনে সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় থাকবে। পদ অনুযায়ী, নিযুক্তদের বেতন মাসে ৭৫,০০০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ২,৩৫,০০০ টাকা হবে।
আরও পড়ুন:
কোয়ালিটি সেলের অ্যাডভাইসর পদে কাজের জন্য প্রার্থীদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হতে হবে। এর পর কোনও সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থার চিফ ইঞ্জিনিয়ার বা উচ্চতর পদ থেকে অবসরগ্রহণ করতে হবে। বাকি পদের জন্য রয়েছে যোগ্যতার আলাদা মাপকাঠি।
প্রার্থীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ২৬ ডিসেম্বর আবেদনের শেষ দিন। এ বিষয়ে সবিস্তার জানতে প্রার্থীদের মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
আরও পড়ুন:
-
শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট খুঁজছে অবসরপ্রাপ্ত কর্মী, বেতন হবে মাসে ১ লক্ষ টাকা
-
বোলপুরের স্কুলে শিক্ষকতার সুযোগ, কোন বিষয় পড়ানোর জন্য ইন্টারভিউয়ের আয়োজন করা হবে?
-
কলকাতা বিশ্ববিদ্যালয়ের মনোবিদ্যা বিভাগে গবেষকের খোঁজ, যোগ্যতা যাচাই হবে কী ভাবে?
-
পুরুলিয়ার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে ৬৫ জন কর্মীর খোঁজ, কোন মাধ্যমে আবেদন করা যাবে?