ন্যাশনাল মেডিক্যাল কমিশন অধীনস্থ ন্যাশনাল হেল্থ সিস্টেমস রিসোর্স সেন্টার (এনএইচএসআরসি)-তে কর্মখালি। রিসোর্স সেন্টারের ক্রিয়াকলাপ আরও সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কমিশনের তরফে। জানানো হয়েছে, সেন্টারের একটি বিভাগের জন্য কর্মী প্রয়োজন।
রিসোর্স সেন্টারের কোয়ালিটি অ্যান্ড পেশেন্ট সেফটি বিভাগের জন্য এই নিয়োগ। সেখানে এক জন সিনিয়র কনসালট্যান্ট নিয়োগ করা হবে। নিযুক্তের কাজের মেয়াদ থাকবে এক বছর। এর পর তাঁর কর্মদক্ষতার ভিত্তিতে বাড়তে পারে মেয়াদ। পারিশ্রমিক হবে মাসে ৯০,০০০ থেকে ১,৫০,০০০ টাকা। এ ছাড়াও অন্য সুযোগসুবিধার ব্যবস্থা থাকবে।
আরও পড়ুন:
আবেদনকারীদের এমবিবিএস, বিডিএস, বিএএমএস বা বিএইচএমএস ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি, ক্লিনিক্যাল বিষয়গুলিতে তিন বছরের এমডি বা হাসপাতাল, হেল্থ ম্যানেজমেন্ট বা পাবলিক হেল্থ-এ স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। প্রয়োজন পাঁচ বছরের পেশাগত অভিজ্ঞতাও। যাঁদের জনস্বাস্থ্য ক্ষেত্রে কাজের পূর্বঅভিজ্ঞতা রয়েছে, নিয়োগের ক্ষেত্রে তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।
প্রার্থীদের কমিশনের ওয়েবসাইটে গিয়েই আবেদন জানাতে হবে। আগামী ৭ জানুয়ারি আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য ব্যক্তিকে বেছে নেওয়া হবে।
আরও পড়ুন:
-
ক্ল্যাট-এর কাউন্সেলিং সূচি প্রকাশ! আইনের স্নাতক ও স্নাতকোত্তরের জন্য কবে শুরু রেজিস্ট্রেশন?
-
৩০ জন পেশাদারের খোঁজ উত্তর দিনাজপুর জেলায়, কোন কোন পদে আবেদন জানানো যাবে?
-
ম্যানেজমেন্টের প্রবেশিকা ক্যাট-এর চূড়ান্ত ‘আনসার কি’ প্রকাশিত, কোন ওয়েবসাইট থেকে দেখা যাবে?
-
৫০০-র বেশি অফিসারের নিয়োগ ব্যাঙ্ক অফ বরোদায়, আবেদন প্রক্রিয়া শুরু ২০ ডিসেম্বর থেকে