চলতি বছরের কমন অ্যাডমিশন টেস্ট (ক্যাট)-এর চূড়ান্ত ‘আনসার কি’ প্রকাশ করা হল। বুধবার বিকেলে আইআইএম কোঝিকোড়ের তরফে ঘোষণা করা হল চূড়ান্ত ‘আনসার কি’।
গত ৩০ নভেম্বর দেশ জুড়ে ম্যানেজমেন্টের প্রবেশিকা পরীক্ষা ক্যাট-এর আয়োজন করা হয়। চলতি বছরে পরীক্ষা আয়োজনের দায়িত্বে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম), কোঝিকোড়। পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ লক্ষ ৯৫ হাজার। মোট তিনটি পর্বে সিবিটি (কম্পিউটার বেসড টেস্ট) মাধ্যমে আয়োজন করা হয় ক্যাট-এর।
গত ৪ ডিসেম্বর প্রকাশ করা হয় ‘প্রভিশনাল আনসার কি’। কোনও প্রশ্নের উত্তর ভুল মনে হলে ৮ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষার্থীদের তা চ্যালেঞ্জ করার সময় দেওয়া হয়েছিল। পরীক্ষার্থীরা ১৮৭টি প্রশ্ন চ্যালেঞ্জ করেন। তবে তার ভিত্তিতে শুধুমাত্র একটি প্রশ্নের উত্তর বদল করা হয়। আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে ক্যাট-এর ফলাফল।
আরও পড়ুন:
-
ইগনু-র তরফে দূর এবং মুক্ত শিক্ষা মাধ্যমে উচ্চশিক্ষার সুযোগ, শুরু আবেদন গ্রহণ প্রক্রিয়া
-
রাজ্যের ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে ৮১ জন কর্মীর খোঁজ, কী ভাবে আবেদন করা যাবে?
-
ক্ল্যাট-এর কাউন্সেলিং সূচি প্রকাশ! আইনের স্নাতক ও স্নাতকোত্তরের জন্য কবে শুরু রেজিস্ট্রেশন?
-
৩০ জন পেশাদারের খোঁজ উত্তর দিনাজপুর জেলায়, কোন কোন পদে আবেদন জানানো যাবে?
কী ভাবে চূড়ান্ত ‘আনসার কি’ দেখবেন?
১) পরীক্ষার্থীদের চূড়ান্ত ‘আনসার কি’ দেখার জন্য iimcat.ac.in -এ যেতে হবে।
২) এর পর সেখানে নিজেদের ইউজ়ার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে।
৩) লগ ইনের পর ‘ক্যাট ২০২৫ ফাইনাল আনসার কি’ লিঙ্কটি স্ক্রিনে দেখা যাবে।
৪) সেই লিঙ্কে ক্লিক করেই চূড়ান্ত ‘আনসার কি’ ‘ডাউনলোড করে প্রিন্ট নিয়ে রাখতে হবে।
আরও পড়ুন:
-
ফিজ়িয়োথেরাপিস্ট-এর চাহিদা বাড়ছে! পেশা হিসাবে বেছে নিতে চাইলে তৈরি হতে হবে কী ভাবে?
-
ফুটঅয়্যার ডিজ়াইন অ্যান্ড ডেভেলপমেন্ট স্নাতকে ভর্তির প্রবেশিকা কবে! প্রকাশিত দিনক্ষণ
-
পেশাদারদের জন্য এমবিএ-র সুযোগ! আইআইএফটি-র তরফে ক্লাস করানো হবে অনলাইনে
-
অ্যাকাডেমিক অ্যাসোসিয়েট-এর খোঁজে ইগনু, স্নাতকোত্তর থাকলেই করা যাবে আবেদন