অবসরপ্রাপ্ত সরকারি অফিসারদের কাজের সুযোগ রয়েছে ন্যাশনাল বিল্ডিংস কনস্ট্রাকশন কর্পোরেশন তথা এনবিসিসি ইন্ডিয়া লিমিটেডে। সংস্থাটি কেন্দ্রীয় আবাসন এবং নগর বিষয়ক মন্ত্রকের অধীনস্থ। সম্প্রতি সংস্থার তরফে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সংস্থায় চুক্তির ভিত্তিতে হবে নিয়োগ। আগ্রহীরা অনলাইনেই আবেদন জানাতে পারবেন।
সংস্থায় নিয়োগ হবে এক্সপার্ট বা বিশেষজ্ঞ পদে। রয়েছে একটি শূন্যপদ। আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে। প্রাথমিক ভাবে এক বছরের জন্য নিয়োগ করা হবে প্রার্থীকে। নিযুক্ত ব্যক্তির মাসিক বেতনের পরিমাণ হবে ১,০৫,০০০ টাকা। পোস্টিং হবে কলকাতায়।
আরও পড়ুন:
চাকরিপ্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। এর পর কোনও সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থা থেকে ৯০,০০০-২,৪০,০০০ টাকা/ ১,২৩,১০০-২,১৫,৯০০ টাকা বেতনক্রমে ই-৬ বা তার চেয়ে উচ্চতর অফিসার পদ থেকে অবসরগ্রহণ করতে হবে। পেশাদারি অভিজ্ঞতার মেয়াদ হতে হবে ন্যূনতম ৩০ বছর। প্রার্থীদের বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে কাজের অভিজ্ঞতা থাকলে এবং বাংলা ভাষায় পারদর্শিতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
প্রাথমিক বাছাইয়ের পর প্রার্থী নিয়োগ করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে সমস্ত নথি পাঠিয়ে আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন আগামী ৯ অগস্ট। এই বিষয়ে বিশদ জানার জন্য প্রার্থীদের সংস্থার ওয়েবসাইট দেখতে হবে।