উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে চিকিৎসক নিয়োগ করা হবে। বুধবার এই মর্মে রাজ্য স্বাস্থ্য দফতর এবং হাসপাতালের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, হাসপাতালের একটি বিভাগের জন্য এই নিয়োগ। এ জন্য যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। তবে প্রার্থীদের আগে থেকে আবেদন জানাতে হবে না।
হাসপাতালে সিনিয়র রেসিডেন্ট পদে নিয়োগ হবে। শূন্যপদ একটি। তাঁকে হাসপাতালের রেডিয়োলজি বিভাগে কাজ করতে হবে। চুক্তিভিত্তিক এই পদে নিযুক্ত ব্যক্তির চাকরির মেয়াদ হবে এক বছর। বিজ্ঞপ্তিতে পারিশ্রমিকের কথা উল্লেখ করা হয়নি।
আরও পড়ুন:
সিনিয়র রেসিডেন্ট হিসাবে আবেদনকারীর বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে। এ ছাড়া, তাঁদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস-এর পর পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি/ ডিপ্লোমা/ ডিএনবি থাকতে হবে। পাশাপাশি প্রয়োজন ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল বা অন্য রাজ্য মেডিক্যাল কাউন্সিল কর্তৃক প্রদত্ত রেজিস্ট্রেশনও।
আরও পড়ুন:
আগামী ১৬ সেপ্টেম্বর দুপুর ১টা নাগাদ হাসপাতালে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন প্রার্থীদের আবেদনপত্র-সহ অন্য নথি নিয়ে সেখানে সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে উপস্থিত হতে হবে। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জেনে নিতে পারেন।