নিউক্লিয়ার ফুয়েল কমপ্লেক্স-এ কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি সংস্থার তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে।
নার্স নিয়োগ করা হবে সংস্থায়। শূন্যপদ রয়েছে চারটি। প্রতি মাসে বেতন দেওয়া হবে ১৯,৮৩০ টাকা। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। নার্সিং বিষয়ে ডিপ্লোমা থাকা চাই, অথবা নার্সিং-এ যদি ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রি থাকে তা হলেও আবেদন করা যাবে। প্রার্থীর বয়স ৫০ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
নিউক্লিয়ার ফুয়েল কমপ্লেক্স-এর ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে কর্মী। ইন্টারভিউ হবে ১২ নভেম্বর ২০২৫। ওই দিন সকাল ৯টার মধ্যে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে যেতে হবে প্রার্থীদের। বিজ্ঞপ্তি থেকেই এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।