অয়েল ইন্ডিয়া লিমিটেডে জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। শূন্যপদ পাঁচটি। প্রার্থীর কেমিক্যাল, মেকানিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকা প্রয়োজন।
পূর্ব অভিজ্ঞতা—
অয়েল রিফাইনারি, অয়েল অ্যান্ড গ্যাস ইন্ডাস্ট্রি, গ্যাস প্রসেসিং প্লান্ট, পেট্রোকেমিক্যাল, ফার্টিলাইজ়ার উৎপাদনকারী সরকারি কিংবা বেসরকারি সংস্থায় ইঞ্জিনিয়ার হিসাবে অন্তত দু’বছরের কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স:
আবেদনকারীদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
আরও পড়ুন:
বেতন:
নিযুক্তদের প্রতি মাসে ২৪,৯৬০ টাকা বেতন হিসাবে দেওয়া হবে। এ ছাড়াও প্রতি দিন ৯৬০ টাকা পারিশ্রমিক আলাদা করে বরাদ্দ করা হয়েছে।
কোথায় হবে কর্মস্থল?
অসমের ডিব্রুগড় জেলার দুলিয়াজানের দফতরে কাজের জন্য জুনিয়র ইঞ্জিনিয়ার প্রয়োজন। এ ক্ষেত্রে যাঁরা অরুণাচল প্রদেশ এবং অসমের বাসিন্দা, তাঁদেরই নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
চুক্তির মেয়াদ?
উল্লিখিত পদে মোট ছ’মাসের চুক্তিতে কাজ চলবে। পরে ওই মেয়াদ আরও ছ’মাসের জন্যই বৃদ্ধি করা হবে।
কী ভাবে যোগ্যতা যাচাই?
সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। এর জন্য তাঁদের ১২ অগস্ট দুলিয়াজানের দফতরে উপস্থিত থাকা প্রয়োজন। সঙ্গে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কর্মজীবনের শংসাপত্রও থাকতে হবে। কখন ইন্টারভিউয়ের জন্য পৌঁছাতে হবে, তার তথ্য অয়েল ইন্ডিয়া লিমিটেডের ওয়েবসাইটে (oil-india.com) জানানো হয়েছে।