রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সাঁওতালি বিভাগে অতিথি শিক্ষক প্রয়োজন। শিক্ষকতার জন্য মোট তিন জনকে নিয়োগ করা হবে। তবে, বিশ্ববিদ্যালয়ের তরফে এই পদে নিয়োগের বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে।
আবেদনের শর্তাবলি:
- সাঁওতালি ভাষায়, বিশেষ করে অলচিকি হরফ ব্যবহারে সাবলীল হওয়া আবশ্যক।
- উল্লিখিত বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। তাঁদের পিএইচডি-র রেজিস্ট্রেশন রেগুলার মোডে হলেই তা গ্রহণযোগ্য।
- তবে, সাঁওতালি ভাষায় স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরাও আবেদনের সুযোগ পাবেন। সে ক্ষেত্রে তাঁদের স্নাতকোত্তর স্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকা প্রয়োজন।
- ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট), স্টেট এলিজিবিলিটি টেস্ট (সেট) কিংবা স্টেট লেভেল এলিজিবিলিটি টেস্ট (স্লেট)-এর মতো পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আবশ্যক।
- গদ্য, পদ্য, নাটক এবং সাঁওতালি ভাষাতত্ত্ব নিয়ে স্পেশালাইজ়েশন থাকতে হবে।
আবেদনের পদ্ধতি:
ডাকযোগে আবেদনপত্র জমা দিতে হবে। সিল করা খামে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র-সহ বিভিন্ন নথি পাঠানো প্রয়োজন। একই সঙ্গে আবেদনমূল্য হিসাবে ১,০০০ টাকার ডিমান্ড ড্রাফ্টও পাঠাতে হবে। আবেদনের শেষ দিন ২৫ অগস্ট।
কী ভাবে যোগ্যতা যাচাই করা হবে, বেতন-ই বা কত— সেই সম্পর্কিত তথ্য রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (raiganjuniversity.ac.in) শীঘ্রই প্রকাশ করা হবে।