নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্মখালি। হাসপাতালের হেমাটোলজি বিভাগে প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট পদে কর্মী প্রয়োজন। তাঁকে ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চ-এর (আইসিএমআর) অর্থপুষ্ট প্রকল্পে গবেষক হিসাবে কাজ করতে হবে। শূন্যপদ একটি।
লাইফ সায়েন্সেস বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরা উল্লিখিত পদে কাজের সুযোগ পেতে পারেন। এ ক্ষেত্রে তাঁদের মলিকিউলার বায়োলজি, ফ্লো সাইটোমেট্রি টেকনিক, ডেটা ইন্টারপ্রিটেশনের মতো কাজে দক্ষ এবং অভিজ্ঞ হতে হবে।
আরও পড়ুন:
নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ৫৬ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। তাঁর বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। নির্দিষ্ট সময়ের চুক্তিতে তাঁর কাজ চলবে। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে।
এ জন্য তাঁদের জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র-সহ অন্য নথি নিয়ে উপস্থিত থাকতে হবে। কী কী নথি সঙ্গে রাখতে হবে, তার তালিকা হাসপাতালের ওয়েবসাইটে (nrsmc.edu.in) দেওয়া হয়েছে। ইন্টারভিউ ২৩ সেপ্টেম্বর নেওয়া হবে।