তথ্য ও সম্প্রচার মন্ত্রক অধীনস্থ প্রসার ভারতীতে রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে সংস্থার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে নিয়োগ করা হবে। অনভিজ্ঞ নতুনরাও আবেদন করতে পারবেন।
টেকনিক্যাল ইন্টার্ন পদে নিয়োগ করা হবে কর্মী। দিল্লিতে মোট ১০১ জন নিয়োগ হবেন। চণ্ডীগড়-সহ দেশের উত্তরাঞ্চল (নর্থ জ়োন)-এ ৫২ জন নিয়োগ হবেন। কলকাতা-সহ দেশের পূর্বাঞ্চল (ইস্ট জ়োন)-এর জন্য ৬৫ জনকে নিয়োগ করা হবে। উত্তরপূর্বাঞ্চল (নর্থ-ইস্ট জ়োন)-এ নিয়োগ হবেন ৬৩ জন। মুম্বই-সহ পশ্চিমাঞ্চল (ওয়েস্ট জ়োন)- ৬৬ জন এবং হায়দরাবাদ-সহ দক্ষিণে ৬৩ জনকে নিয়োগ করা হবে। সব মিলিয়ে মোট শূন্যপদ রয়েছে ৪১০টি।
এক বছরের চুক্তিতে থাকতে কাজের মেয়াদ। যদিও প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি করা হবে। প্রতি মাসে ২৫ হাজার টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। আবেদনের জন্য ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন, ইলেকট্রিক্যাল, সিভিল, আইটি বা কম্পিউটার সায়েন্সে স্নাতক অথবা স্নাতকোত্তর যোগ্যতা থাকা চাই। প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
প্রসার ভারতীর ওয়েবসাইটে যেতে হবে প্রথমে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ৯ জুলাই আবেদন গ্রহণ প্রক্রিয়ার শেষ দিন।
এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে প্রসার ভারতীর ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।