রাষ্ট্রায়ত্ত সংস্থায় অনুবাদক প্রয়োজন। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ গ্রন্থাগারে ওই পদে একজনকে নিয়োগ করা হবে। তাঁর কর্মস্থল হবে রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন।
এই পদের জন্য ১৮ থেকে ২৭ বছর বয়সিদের আবেদন গ্রহণ করা হবে। হিন্দি, ইংরেজি বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন।
আরও পড়ুন:
এর পাশাপাশি, ইংরেজি বা হিন্দিতে সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ করেছেন কিংবা সরকারি সংস্থায় অন্তত দু’বছর অনুবাদক হিসাবে কাজের অভিজ্ঞতা রয়েছে এমন ব্যক্তিকে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
নিযুক্তকে স্থায়ী পদে নিয়োগ করা হবে। পারিশ্রমিক হিসাবে প্রতি মাসে ৩৫,৪০০ থেকে ১,১২,৪০০ টাকা বেতনক্রম ধার্য করা হয়েছে।
ডাকযোগে আবেদনপত্র জমা দিতে হবে। ১৪ অক্টোবর পর্যন্ত আবেদন গ্রহণ করবে রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন।