রাইটস লিমিটেড-এ বিভিন্ন ক্ষেত্রের জন্য অভিজ্ঞ পেশাদার নিয়োগ করা হবে। সংস্থার তরফে জানানো হয়েছে, চুক্তির ভিত্তিতে কর্মীদের নিয়োগ হবে। এ জন্য সোমবার থেকেই অনলাইনে আবেদন গ্রহণ করা হচ্ছে।
সংস্থায় নিয়োগ হবে ইন্ডিভিজুয়াল কনসালট্যান্ট (সলিড ওয়েস্ট এক্সপার্ট) এবং ইন্ডিভিজুয়াল কনসালট্যান্ট (স্ট্যান্ডার্ড অ্যান্ড স্পেশ্যালাইজ়েশন এক্সপার্ট) পদে। শূন্যপদ দু’টি। চুক্তিভিত্তিক এই পদে কাজের মেয়াদ থাকবে এক বছর। এর পর সংস্থার প্রয়োজন এবং নিযুক্ত ব্যক্তির কর্মদক্ষতার উপর নির্ভর করে এই মেয়াদ বাড়ানো হতে পারে। নিযুক্তদের পেশাগত অভিজ্ঞতার উপর ভিত্তি করে পারিশ্রমিক দেওয়া হবে মাসে ১,৮০,০০০ টাকা থেকে শুরু করে ২,০০,০০০ টাকা।
আরও পড়ুন:
উল্লিখিত পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৬৩ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। আবেদনকারীদের নানা বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতার পাশাপাশি পেশাগত অভিজ্ঞতাও থাকতে হবে। যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।
সংশ্লিষ্ট পদে নিয়োগের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। আবেদনকারীদের এ জন্য সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ১০ নভেম্বর আবেদনের শেষ দিন। এর পর ১১ নভেম্বর অনলাইন বা অফলাইনে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে।