কলকাতা ডক সিস্টেমের জন্য কর্মী নিয়োগ করবে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট। এই মর্মে বুধবার নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পোর্টের ওয়েবসাইটে। জানানো হয়েছে, সংস্থায় চুক্তির ভিত্তিতে কাজের সুযোগ মিলবে। এ জন্য প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে।
পোর্টের কলকাতা ডক সিস্টেমে মেরিন বিভাগের জন্য এই নিয়োগ। কর্মী নিয়োগ করা হবে কম্যান্ডার ডি অ্যান্ড ডি সার্ভিস পদে। শূন্যপদ পাঁচটি। নিয়োগের পর কর্মীদের তিন বছরের চুক্তিতে পোর্টে কাজ করতে হবে। তবে শর্তসাপেক্ষে বাড়তে পারে এই মেয়াদ। নিযুক্তদের বেতন হবে মাসে ২,৩২,০০০ টাকা।
আরও পড়ুন:
-
গণজ্ঞাপনে পিজি ডিপ্লোমা করবেন! যাদবপুরে শুরু ভর্তি প্রক্রিয়া, আবেদন কী ভাবে?
-
ব্যাঙ্কের কর্মী ঘাটতি মেটাতে শূন্যপদ বাড়াল আইবিপিএস, পশ্চিমবঙ্গেও বাড়ল সুযোগ
-
দশম ও দ্বাদশের পরীক্ষার চূড়ান্ত সূচি প্রকাশ করল সিবিএসই, কত দিন চলবে পরীক্ষা?
-
৮৪ জন কর্মীর খোঁজ করছে ন্যাশনাল হাইওয়েজ় অথরিটি, কোন কোন পদে আবেদন করা যাবে?
অনূর্ধ্ব ৪৫ বছর বয়সিরা সংশ্লিষ্ট পদে আবেদন করতে পারবেন। পাশাপাশি, তাঁদের মাস্টার ফরেন গোয়িং শিপ বা ড্রেজ মাস্টার গ্রেড-১ যোগ্যতাসম্পন্ন হতে হবে।
এ জন্য প্রার্থীদের বিজ্ঞপ্তি অনুযায়ী ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্য প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। আগামী ২৮ নভেম্বর আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে নিয়োগ হবে। এ বিষয়ে আরও জানতে পোর্টের ওয়েবসাইট থেকে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
আরও পড়ুন:
-
হায়দরাবাদ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি-র সুযোগ, কোন কোন বিষয়ে গবেষণা করা যাবে?
-
ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলায় ২৮ জন কর্মী প্রয়োজন, কোন পদে আবেদন?
-
কল্যাণীর এমস-এ অধ্যাপনার সুযোগ, কোন কোন পদের জন্য আবেদন গ্রহণ করা হবে?
-
আইনজীবী হিসাবে যোগ্যতালাভের পরীক্ষায় আবেদন মেয়াদ বৃদ্ধি করল বার কাউন্সিল, কবে শেষ দিন?