শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি)-এ শিক্ষক নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের একটি বিভাগে স্বল্প মেয়াদে শিক্ষকতার সুযোগ মিলবে। এ জন্য প্রার্থীদের থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।
প্রতিষ্ঠানের স্কুল অফ ম্যানেজমেন্ট সায়েন্সেস-এর জন্য শিক্ষক প্রয়োজন। শূন্যপদ দু’টি। তাঁদের সংশ্লিষ্ট বিভাগে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এবং জেনারেল ম্যানেজমেন্ট পড়াতে হবে। প্রথমে একটি সেমেস্টারেই তাঁদের ক্লাস নিতে হবে। পরবর্তীতে কর্মদক্ষতার নিরিখে মেয়াদ বাড়িয়ে পাঁচটি সেমেস্টার ক্লাস নেওয়ার দায়িত্ব দেওয়া হবে। নিযুক্তদের মাসিক বেতন হবে ৭৫,০০০ টাকা।
আরও পড়ুন:
আবেদনকারীদের বয়স ৬০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় থাকবে। পাশাপাশি, তাঁদের স্নাতক এবং স্নাতকোত্তরে ফার্স্ট ক্লাস এবং পিএইচডি থাকতে হবে।
আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত গুগল ফর্ম পূরণ করে আবেদন জানাতে হবে। সংরক্ষিতদের ৫০০ টাকা এবং অসংরক্ষিতদের ১০০০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। আগামী ৩ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। এর পর সংশ্লিষ্ট পদে নিয়োগের জন্য প্রতিষ্ঠানে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে।