নেট-গেট উত্তীর্ণেরা চুক্তির ভিত্তিতে চাকরির সুযোগ পেতে পারেন ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইপিজিএমইআর), কলকাতায়। ওই হাসপাতালের ফার্মাকোলজি বিভাগের একটি গবেষণা প্রকল্পে রিসার্চ অ্যাসোসিয়েট পদে কর্মী প্রয়োজন। শূন্যপদ একটি।
সংশ্লিষ্ট কাজের জন্য ফার্মাসি কিংবা লাইফ সায়েন্সেস শাখার কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন ব্যক্তিকে নিয়োগ করা হবে। ইমিউনোলজিক্যাল এবং মলিকিউলার বায়োলজি টেকনিক্স নিয়ে পূর্বে হাতেকলমে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। তবেই সেই প্রার্থীকে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
আরও পড়ুন:
একই সঙ্গে আগ্রহীদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হওয়া আবশ্যক। নিযুক্তের জন্য প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ৫৬ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। মোট চার বছরের চুক্তিতে নিযুক্তকে কাজ করতে হবে।
আইপিজিএমইআর, কলকাতার তরফে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ৩০ জুন ইন্টারভিউ নেওয়া হবে। কোন কোন নথি সঙ্গে রাখতে হবে, তা জানতে আইপিজিএমইআর, কলকাতার ওয়েবসাইট (www.ipgmer.gov.in) থেকে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।