উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তরফে একটি বিশেষ ডিপ্লোমা কোর্স করানো হবে। ওই কোর্সের ফেসিলিটেটর পদে কর্মী প্রয়োজন। তাঁকে দার্জিলিংয়ে রিসার্চ সাব স্টেশনে কাজ করতে হবে। শূন্যপদ একটি।
কৃষিবিদ্যা, উদ্যানবিদ্যা, বনপালনবিদ্যা বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা উল্লিখিত পদে আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের উল্লিখিত বিভাগে অন্তত ২০ বছরের কৃষি সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
আরও পড়ুন:
নির্দিষ্ট সময়ের চুক্তিতে নিযুক্তকে কাজ করতে হবে। তাঁর জন্য প্রতি মাসে ২২ হাজার ৫০০ টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। ওই পদে কাজ করতে আগ্রহীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে।
৪ জুলাই ইন্টারভিউ নেওয়া হবে। ওই দিন ডিরেক্টর অফ রিসার্চের অফিসে বেলা ১টার মধ্যে প্রার্থীদের উপস্থিত থাকা প্রয়োজন। এই বিষয়ে আরও জানতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ubkv.ac.in) গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখতে হবে।