রেল মন্ত্রক অধীনস্থ সংস্থায় চাকরির সুযোগ। সম্প্রতি রাইটস লিমিটেডের তরফে এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, সংস্থায় অভিজ্ঞ পেশাদার প্রয়োজন। তাঁদের নির্ধারিত মেয়াদের জন্য সংস্থায় কাজের সুযোগ মিলবে। চাকরিপ্রার্থীরা এর জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
সংস্থায় নিয়োগ হবে ইন্ডিভিজুয়াল কনসালট্যান্ট বা পরামর্শদাতা পদে। মোট শূন্যপদের সংখ্যা তিন। কনসালট্যান্ট হিসাবে সংস্থায় ইকুইপমেন্ট প্ল্যানিং, টেন্ডার ডকুমেন্ট এবং ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট নিয়ে কাজের সুযোগ পাবেন নিযুক্তেরা।
চুক্তিভিত্তিক এই পদগুলিতে প্রথমে এক বছরের জন্য কর্মী নিয়োগ করা হবে। এর পর সংস্থার প্রয়োজন এবং নিযুক্তদের কাজের উপর নির্ভর করে এই মেয়াদ বাড়ানো হতে পারে।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৬০ বছরের মধ্যে হতে হবে। নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ২,১০,০০০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ২,২৫,০০০ টাকা।
ইকুইপমেন্ট প্ল্যানিং ক্ষেত্রে কনসালট্যান্ট হিসাবে আবেদনের জন্য প্রার্থীদের ইলেক্ট্রনিক্স/ ইনস্ট্রুমেন্টেশন/ বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হতে হবে। ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে। পাশাপাশি, ন্যূনতম ১৫ বছরের পেশাগত অভিজ্ঞতাও প্রয়োজন। একই ভাবে অন্য ক্ষেত্রগুলির জন্য যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে।
আরও পড়ুন:
আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত তথ্য পূরণ করে আবেদন জানাতে হবে। এর জন্য কোনও আবেদনমূল্য জমা দিতে হবে না। আগামী ২৩ মে আবেদনের শেষ দিন। এর পর অনলাইন বা অফলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে পদগুলিতে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে আরও জানতে হলে সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।