ইসকো স্টিল প্ল্যান্টের অধীনে বার্নপুর হাসপাতালে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এই মর্মে রাষ্ট্রায়ত্ত সংস্থা স্টিল অথরিটি অব ইন্ডিয়া (সেল)-এর তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, বার্নপুর হাসপাতালের বিভিন্ন পদমর্যাদায় কর্মী প্রয়োজন। এর জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। তাঁদের আগে থেকে আবেদনপত্র পাঠাতে হবে না।
হাসপাতালে নিয়োগ হবে এক্স-রে টেকনিশিয়ান, ফার্মাসিস্ট, পালমোনারি ফাংশান টেস্ট টেকনিশিয়ান, ডেন্টাল হাইজিনিস্ট, ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট/ ডেন্টাল অপারেটিং রুম অ্যাসিস্ট্যান্ট, ফিজ়িয়োথেরাপিস্ট, অডিয়োমেট্রিস্ট এবং ক্রিটিকাল কেয়ার টেকনিশিয়ানের মতো প্রফেশিয়েন্সি ট্রেনি (প্যারামেডিক্স) পদে। মোট শূন্যপদের সংখ্যা ১২। সমস্ত পদে নিযুক্তদের সংশ্লিষ্ট ক্ষেত্রে ১৮ মাস ধরে প্রশিক্ষণ দেওয়া হবে।
বিভিন্ন পদে আবেদনকারীদের বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। ফিজ়িয়োথেরাপিস্ট পদে নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে ২৫,০০০ টাকা। অন্য দিকে, বাকি পদে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ১৭,০২০ টাকা।
আরও পড়ুন:
অডিয়োমেট্রিস্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের দ্বাদশোত্তীর্ণ হওয়ার পর কোনও সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অডিয়োলজিতে ন্যূনতম দু’বছরের ডিপ্লোমা থাকতে হবে। যাঁদের অডিয়োলজিতে স্নাতক রয়েছে, তাঁরা নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। একই ভাবে বাকি পদ্গুলির যোগ্যতার ভিন্ন মাপকাঠি স্থির করা হয়েছে।
আগামী ৫ মেল মূল বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় নিয়োগের ইন্টারভিউইয়ের আয়োজন করা হবে। প্রার্থীদের ওই দিন সকাল ৯টা থেকে ১১টার মধ্যে বিজ্ঞপ্তিতে দেওয়া ফরম্যাটে আবেদনপত্র-সহ সমস্ত নথি নিয়ে সেখানে পৌঁছে যেতে হবে। নিয়োগ সম্পর্কিত বিষয়ে আরও জানার জন্য প্রার্থীদের সেল-এর ওয়েবসাইট দেখে নিতে হবে।