পুরুলিয়ার সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় প্রকল্পে কাজের সুযোগ। বৃহস্পতিবার এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। প্রতিষ্ঠানের অ্যানথ্রোপলজি ও ট্রাইবাল স্টাডিজ় বিভাগে গবেষণার কাজ হবে। এর জন্য আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের যে প্রকল্পের জন্য নিয়োগ, সেটির নাম— ‘ইন্ডিয়া চাইল্ড গ্রোথ স্ট্যান্ডার্ডস রিসার্চ ইনিশিয়েটিভ: আ প্রসপেক্টিভ কোহর্ট স্টাডি টু ডেভেলপ গ্রোথ স্ট্যান্ডার্ডস ইন ০ টু ২৪ মান্থস ইন্ডিয়ান চিল্ড্রেন’। প্রকল্পটি কেন্দ্রীয় সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর অর্থানুকূল্যে চালিত। প্রকল্পে নিয়োগ হবে প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট-৩ (মেডিক্যাল) এবং প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট-৩ (রিসার্চ অ্যাসিস্ট্যান্ট) পদে। সব মিলিয়ে শূন্যপদের সংখ্যা পাঁচ। দু’টি পদেই নিযুক্তদের কাজের মেয়াদ প্রথমে থাকবে ছ’মাস। এর পর তাঁদের কাজের দক্ষতা এবং ফান্ডিংয়ের উপর নির্ভর করে এই মেয়াদ আরও বাড়ানো হতে পারে। প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট-৩ (মেডিক্যাল) এবং প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট-৩ (রিসার্চ অ্যাসিস্ট্যান্ট) পদে আবেদনকারীদের বয়স যথাক্রমে ৪৫ এবং ৩৫ বছরের মধ্যে থাকা জরুরি। প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট-৩ (মেডিক্যাল) এবং প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট-৩ (রিসার্চ অ্যাসিস্ট্যান্ট) পদে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে যথাক্রমে ১,০২,৩০০ টাকা এবং ৩০,৮০০ টাকা। প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট-৩ (রিসার্চ অ্যাসিস্ট্যান্ট) পদে আবেদনকারীদের বায়োলজিক্যাল অ্যানথ্রোপলজি বা নিউট্রিশনে মাস্টার্স থাকতে হবে। একই ভাবে অন্য পদটির জন্যও রয়েছে যোগ্যতার ভিন্ন মাপকাঠি। সেগুলি জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
প্রথমে সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ১৬ জুলাই আবেদন প্রক্রিয়া সম্পন্নের শেষ দিন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখুন।