সিকিমের আদিবাসী মহিলাদের স্বাস্থ্য নিয়ে গবেষণার কাজ চলছে। সিকিম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তরফে ওই প্রকল্পে জন্য কর্মী নিয়োগ করা হবে। নিযুক্তদের ফিল্ড ইনভেস্টিগেটর হিসাবে কাজ করতে হবে। শূন্যপদ দু’টি।
ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ (আইসিএসএসআর)-এর অর্থপুষ্ট প্রকল্পে নিযুক্তদের ছ’মাসের চুক্তিতে কাজ করতে হবে। ওই মেয়াদ ১৮ মাস পর্যন্ত বাড়তে পারে। পারিশ্রমিক হিসাবে প্রতি মাসে ২০ হাজার টাকা দেওয়া হবে।
আরও পড়ুন:
সোশ্যাল সায়েন্স বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরা উল্লিখিত পদে আবেদন করতে পারবেন। স্নাতকোত্তর স্তরে প্রার্থীদের ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। তবে, এর জন্য তাঁদের পূর্বে ফিল্ড রিসার্চের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেবে।
ই-মেল মারফত আগ্রহীদের আবেদনপত্র জমা দিতে হবে। এর জন্য তাঁদের ৮ জুনের আগে আবেদন পাঠানো প্রয়োজন। বাছাই করা প্রার্থীদের ডেকে নেওয়া হবে। এই বিষয়ে বিশদ তথ্য জানতে সিকিম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (cus.ac.in) গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।