পদার্থবিদ্যায় স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের জন্য গবেষণার সুযোগ রাষ্ট্রায়ত্ত সংস্থায়। সিনিয়র রিসার্চ ফেলো হিসাবে কর্মী নিয়োগ করা হবে। সত্যেন্দ্রনাথ বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেসের গবেষণা প্রকল্পে ওই কাজের জন্য স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন ব্যক্তি প্রয়োজন। শূন্যপদ একটি।
পদার্থবিদ্যায় স্নাতকোত্তর যোগ্যতা থাকার পাশাপাশি, প্রার্থীকে যে কোনও একটি সর্বভারতীয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরীক্ষাগুলি হল— জয়েন্ট এন্ট্রান্স স্ক্রিনিং টেস্ট (জেস্ট) বা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউ়ড টেস্ট (গেট) বা ইনোভেশন ইন সায়েন্স পারস্যুট ফর ইনস্পায়ার্ড রিসার্চ। এ ছাড়াও অন্তত চার বছর ফার্স্ট প্রিন্সিপল্স ইলেক্ট্রনিক স্ট্রাকচার ক্যালকুলেশন নিয়ে গবেষণার অভিজ্ঞতা থাকা আবশ্যক।
আরও পড়ুন:
২৯ মার্চ, ২০২৬ পর্যন্ত চুক্তির ভিত্তিতে সিনিয়র রিসার্চ ফেলো হিসাবে কাজ চলবে। গবেষণা প্রকল্পে অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (এএনআরএফ সাবেক এসইআরবি)-র তরফে আর্থিক অনুদান দেবে। তাই, প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ৪২ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। এ ছাড়াও নিযুক্তকে বা়ড়ি ভাড়া-বাবদ ভাতাও দেওয়া হবে।
আগ্রহীদের ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের নিয়মাবলি সম্পর্কে জানতে সংস্থার ওয়েবসাইটে (bose.res.in) গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া প্রয়োজন। আবেদনের শেষ দিন ২৫ জুলাই।