গত মাসের শুরুর দিকেই উচ্চ পদে কর্মী নিয়োগ করবে বলে জানিয়েছিল রাষ্ট্রায়ত্ত সংস্থা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)। বেশ কিছু শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছিল বিজ্ঞপ্তিতে। উক্ত পদে আবেদনের শেষ দিন ছিল চলতি মাসের ২ অক্টোবর। এ বার সেই আবেদনের সময়সীমা বাড়িয়ে ফের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ব্যাঙ্কের তরফে। নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহীরা আগামী ১৫ অক্টোবর পর্যন্ত আবেদন জানাতে পারবেন এই পদে।
ব্যাঙ্কে নিয়োগ হবে ম্যানেজার (ক্রেডিট অ্যানালিস্ট) পদে। শূন্যপদ ৬৩টি। নিযুক্তদের কর্মস্থল হবে দেশের যে কোনও রাজ্য। তাঁদের প্রথম ছ’মাস ‘প্রবেশন’-এ রাখা হবে। বেতনকাঠামো হবে মাসে ৮৫,৯২০ থেকে ১,০৫,২৮০ টাকা। এ ছাড়াও অন্য সুযোগসুবিধা দেওয়া হবে তাঁদের।
আরও পড়ুন:
চাকরিপ্রার্থীদের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হলে আবেদন জানাতে পারবেন। সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় থাকবে। তাঁদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। প্রয়োজন এমবিএ/ পিজিডিবিএ/ পিজিডিবিএম/ এমএমএস/ সিএ/ সিএফএ/ আইসিডব্লিউএ-এর মতো যোগ্যতাও। এ ছাড়া তিন বছরের পেশাগত অভিজ্ঞতাও জরুরি।
নিয়োগের জন্য ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদগুলিতে কর্মী নিয়োগ করা হবে। আবেদন জানাতে আগ্রহীদের ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করে আবেদনমূল্য বাবদ ৭৫০ টাকা জমা দিতে হবে। আবেদনমূল্যে ছাড় পাবেন সংরক্ষিত শ্রেণিভুক্তেরা। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানতে ব্যাঙ্কের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।