শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পদে ২৫ বছর বা তার অধিক বয়স্কদের আবেদন গ্রহণ করা হবে।
আবেদনকারীদের যোগ্যতা:
স্নাতক কিংবা স্নাতকোত্তর স্তরে হিন্দি এবং ইংরেজি থাকা প্রয়োজন। ন্যূনতম তিন বছর সংশ্লিষ্ট ভাষায় অনুবাদক হিসাবে কাজ করার অভিজ্ঞতা থাকা আবশ্যক। এ ছাড়াও হিন্দি অথবা সাংবাদিকতা বিষয়ে শিক্ষকতা করেছেন, এমন প্রার্থীদের আবেদনও গ্রহণ করা হবে।
পারিশ্রমিক:
নিযুক্ত প্রার্থী মাসে ৩৫ হাজার টাকা পারিশ্রমিক পাবেন।
আরও পড়ুন:
-
কেন্দ্রীয় মন্ত্রকে পরামর্শদাতা পদে নিয়োগ, জেনে নিন আবেদনের শর্তাবলি
-
কেন্দ্রীয় সংস্থার কলকাতা-সহ একাধিক দফতরে বিপুল সংখ্যক শূন্যপদে নিয়োগ, জেনে নিন বিশদ
-
কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে রসায়নে স্নাতকোত্তরদের কাজের সুযোগ, জেনে নিন বিশদ
-
কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকে বেশ কিছু আধিকারিক নিয়োগ, জেনে নিন আবেদনের শর্ত
চুক্তির ভিত্তিতে এই পদে আবেদন গ্রহণ করা হবে। হলদিয়া ডক কমপ্লেক্সে নিযুক্ত কর্মীর কর্মস্থল হবে। ডাকযোগে প্রার্থীদের জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে। ১ সেপ্টেম্বর পর্যন্ত এই পদে আবেদন গ্রহণ করা হবে।