একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে। জানানো হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলের জন্য নিয়োগ করা হবে কর্মীদের। এ জন্য আগ্রহীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন।
ব্যাঙ্কে স্পেশালিস্ট ক্যাডার অফিসার স্তরে রিলেশনশিপ ম্যানেজার নিয়োগ করা হবে। শূন্যপদ পাঁচটি। আবেদনের জন্য প্রার্থীর বয়স ৩৫ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। যদিও সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে। যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি থাকতে হবে। বেতন হবে বার্ষিক ৫০ লক্ষ টাকা। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
এসবিআই-র ‘কেরিয়ার’-এর ওয়েবসাইটে (sbi.bank.in/web/careers) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা দরকার। পাশাপাশি আবেদনমূল্য জমা দিতে হবে। ১ ডিসেম্বর আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তি থেকেই।