পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ সরবরাহ সংস্থার তরফে কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংস্থার ওয়েবসাইটে। বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্নের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।
স্পেশাল অফিসার এবং সিনিয়র পাবলিক সেক্রেটারি পদে নিয়োগ করা হবে। সব মিলিয়ে মোট শূন্যপদ ২০টি। উভয় পদেই চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। স্পেশাল অফিসার পদে বিভাগ অনুযায়ী ৪০ থেকে ৫০ হাজার টাকার মধ্যে বেতন হবে। আবেদন করতে পারবেন শুধুমাত্র অবসরপ্রাপ্ত কর্মীরা। রাজ্যে পুলিশ এবং ভূমি বিভাগে বিশেষ পদে চাকরির অভিজ্ঞতা সম্পন্নদের জন্য এই নিয়োগ। প্রার্থীদের বয়স ৬০ থেকে ৬২ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
ইচ্ছুক প্রার্থীকে প্রথমে যেতে হবে ডব্লুবিপিডিসিএল-র ওয়েবসাইটে। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখান থেকে প্রয়োজনীয় ধাপ অনুসরণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বর্ধিত সময় অনুযায়ী ২ জানুয়ারির মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ডব্লুবিপিডিসিএল-র ওয়েবসাইটটি দেখে নিতে হবে।