রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে কর্মখালির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, ন্যাশনাল হেলথ মিশনের অধীনস্থ স্টেট প্রোগ্রাম ম্যানেজমেন্ট ইউনিটে কাজের জন্য ট্রেজ়ারার পদে কর্মী প্রয়োজন। শূন্যপদ একটি।
যে কোনও বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পেতে পারেন। তবে, সে ক্ষেত্রে তাঁদের কোনও সরকারি দফতরের অবসরপ্রাপ্ত আধিকারিক হতে হবে। একই সঙ্গে কম্পিউটার ব্যবহার করে কাজের দক্ষতা থাকা আবশ্যক।
আরও পড়ুন:
আবেদনকারীদের বয়স ৬২ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। তাঁদের ডবল অ্যাকাউন্টিং সিস্টেম নিয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। তবেই নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়ার সুযোগ থাকছে। রাজ্য সরকারি নিয়ম অনুযায়ী, নিযুক্তকে প্রতি মাসে সাম্মানিক দেওয়া হবে।
সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেবেন বিশেষজ্ঞেরা। ১৯ অগস্ট স্বাস্থ্য ভবনে আগ্রহীদের জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কর্মজীবনের শংসাপত্রের মতো সঙ্গে নিয়ে আসতে হবে। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের ওয়েবসাইটে (wbhealth.gov.in) এই বিষয়টি সম্পর্কে বিশদ জেনে নিতে পারেন।