কেন্দ্র অধীনস্থ ব্যাঙ্কে কর্মখালি। ইউকো ব্যাঙ্কে কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে তাদের ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
জেনারালিস্ট অ্যান্ড স্পেশালিস্ট অফিসার্স বিভাগে ১৯টি পদে কর্মী নিয়োগ করা হবে। ট্রেড ফিনান্স অফিসার, ডেটা অ্যানালিস্ট, সাইবার সিকিউরিটি অফিসার-সহ বাকি পদে মোট ১৭৩জন নিযুক্ত হবেন। আবেদনের জন্য প্রার্থীর বয়স পদ অনুযায়ী ২০ থেকে ৩৫ বছরের হতে হবে। যদিও সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে। ভারতের নাগরিকত্বের পরিচয়পত্র থাকতে হবে। পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা এবং প্রয়োজনীয় অভিজ্ঞতা নির্ধারণ। সেগুলি জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।
আরও পড়ুন:
কী ভাবে আবেদন করবেন?
প্রথমে ইউকো ব্যাঙ্কের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। পাশাপাশি, আবেদনমূল্য জমা দেওয়া দরকার। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২ ফেব্রুয়ারি। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ইউকো ব্যাঙ্কের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।