টি বোর্ড ইন্ডিয়ার তরফে কর্মী নিয়োগ করা হবে। সংস্থার তরফে শিলিগুড়ির কার্যালয়ে কাজের সুযোগ। সম্প্রতি সংস্থার ওয়েবসাইটে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
ফুড অ্যানালিস্ট নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে এক বছরের জন্য এই নিয়োগ। যদিও প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে। প্রতি মাসে ৪০ হাজার টাকা বেতন দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কেমিস্ট্রি/বায়োকেমিস্ট্রি বিষয়ে স্নাতকোত্তর হতে হবে। প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হওয়া চাই। ফুড ল্যাবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে অন্তত দু’বছরের। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।
আরও পড়ুন:
‘ওয়াক-ইন-ইন্টারভিউ’-এর মাধ্যমে এই নিয়োগ। আগামী ১০ জুন সকাল সাড়ে ১১টা থেকে ইন্টারভিউ হবে। ওই দিন আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে যেতে হবে প্রার্থীদের। কী কী নথি প্রয়োজন জানতে ‘টি বোর্ড’-এর ওয়েবসাইট (teaboard.gov.in )-এ গিয়ে হোমপেজ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে। বিজ্ঞপ্তি থেকেই সেখান থেকে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। ওই বিজ্ঞপ্তি থেকেই এই বিষয়ে সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানা যাবে।