ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেডে কর্মখালি। সংস্থার হায়দরাবাদ ইউনিটে ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনি পদে কর্মী নিয়োগ করা হবে। ওই কাজে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের কাছে আবেদন চাওয়া হয়েছে। সংস্থার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই পদে মোট তিন জনকে নিয়োগ করা হবে।
চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের নাম ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া বা দি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া-তে নথিভুক্ত থাকা আবশ্যক। আবেদনকারীদের বয়স ২৫ বছরের মধ্যে হওয়া বাঞ্ছনীয়। প্রাথমিক ভাবে এক বছরের চুক্তিতে ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনি হিসাবে কাজে বহাল রাখা হবে।
আরও পড়ুন:
-
চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালে অ্যাসোসিয়েট প্রফেসর পদে কর্মখালি, কারা আবেদন করতে পারবেন?
-
কর্মী নিয়োগ করবে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, কারা আবেদন করবেন?
-
১৮০-র বেশি শূন্যপদে কর্মী নিয়োগ, বিজ্ঞপ্তি প্রকাশ করল ন্যাশনাল সিডস কর্পারেশন লিমিটেড
-
সরকারি চাকরির ইন্টারভিউয়ের জন্য নিজেকে কী ভাবে তৈরি করবেন? রইল বিশেষজ্ঞের অভিমত
নিযুক্তরা প্রথম বছর ১৮,০০০ টাকা, দ্বিতীয় বছর ১৯,০০০ টাকা এবং তৃতীয় বছর ২০,০০০ টাকা ভাতা হিসাবে পাবেন। কাজের নিরিখে তাঁদের মেয়াদ তিন বছর পর্যন্ত বৃদ্ধি করা হবে। এই পদের জন্য সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়ার হবে, তাই আলাদা করে কোনও আবেদন পাঠানোর প্রয়োজন নেই।
ইন্টারভিউয়ের জন্য ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেডের হায়দরাবাদ ইউনিটে উপস্থিত থাকতে হবে। আগামী ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে শুরু হবে ইন্টারভিউ। নির্দিষ্ট দিনে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র-সহ অন্যান্য সমস্ত নথি নিয়ে উপস্থিত থাকা প্রয়োজন। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।