রাষ্টায়ত্ত সংস্থায় কাজের সুযোগ। মোট ১১টি পদে কর্মী নিয়োগ হবে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ-এর নয়া দিল্লির দফতরে। ওই সংস্থায় সায়েন্টিস্ট হিসেবে কর্মী প্রয়োজন। প্রার্থীদের বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে।
মেধা এবং কাজের অভিজ্ঞতার নিরিখে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। এর পরেই মেধাতালিকার নিরিখে চূড়ান্ত পর্যায়ে কর্মীদের বেছে নেওয়া হবে। মোট ৫০০ টাকা জমা দিতে হবে আবেদনমূল্য হিসাবে। অনলাইন ছাড়া অন্য কোনও মাধ্যমে এই পদের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে না। নিযুক্তেরা প্রতি মাসে ১,৩২,৬৬০ টাকা বেতন হিসাবে পাবেন।
আরও পড়ুন:
লাইফ সায়েন্সেস শাখার কোনও বিষয় এবং ইঞ্জিনিয়ারিং শাখার যে কোনও বিষয়ে পিএইচডি সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে এই পদে। তবে, শর্তসাপেক্ষে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নরাও আবেদন করতে পারবেন।
আগ্রহীদের অনলাইনে আবেদন জমা দিতে হবে ১৪ ফেব্রুয়ারির মধ্যে। কী ভাবে আবেদন করবেন, কোন কোন ফর্ম পূরণ করতে হবে বা কী কী নথি পাঠানো প্রয়োজন, এই সমস্ত বিষয় জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।