কেন্দ্রীয় সরকারের অর্থপুষ্ট প্রকল্পে কাজের সুযোগ। এই মর্মে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এ একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশনের একটি প্রকল্পে প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট, প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট পদে কর্মী প্রয়োজন। মোট শূন্যপদ ১৮টি।
প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট (মেডিক্যাল) পদে ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) বা ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি (বিডিএস) ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিকে নিয়োগ করা হবে। তাঁর বয়স ৪৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। নিযুক্তকে পারিশ্রমিক হিসাবে প্রতি মাসে ৯৩ হাজার টাকা দেওয়া হবে।
নন-মেডিক্যাল বিভাগের প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্টদের নিউট্রিশন, বায়োকেমিস্ট্র, পাবলিক হেলথ নিউট্রিশন, নৃতত্ত্ব, ক্লিনিক্যাল সাইকোলজি বিষয়ের মধ্যে যে কোনও একটিতে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন হতে হবে। পারিশ্রমিক মাসে ৫৬ হাজার টাকা। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
আরও পড়ুন:
প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট পদে নার্সিং, ডায়েটেটিক্স, হোম সায়েন্স, পাবলিক হেল্থ, নৃতত্ত্ব, নিউট্রিশন, বায়োস্ট্যাটিস্টিক্স, কম্পিউটার সায়েন্স, ডেটা সায়েন্স বিষয়ের মধ্যে যে কোনও একটি বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন হতে হবে। তাঁদের জন্য প্রতি মাসে ২০ হাজার টাকা থেকে ৫৬ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে।
মোট এক বছরের চুক্তিতে কাজ চলবে। সংশ্লিষ্ট পদে কাজ করতে আগ্রহীদের যোগ্যতা অনলাইনে ইন্টারভিউয়ের মাধ্যমে যাচাই করে নেওয়া হবে। তার আগে ২১ মার্চের মধ্যে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্র এবং ছবি-সহ আবেদনপত্র জমা দিতে হবে। এই বিষয়ে আরও জেনে নিতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।