স্নাতকেরা গবেষণার সুযোগ পেতে পারেন রাষ্ট্রায়ত্ত গবেষণা কেন্দ্রে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইসার), কলকাতায় জুনিয়র প্রজেক্ট অফিসার অ্যাসোসিয়েট নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।
‘ট্যালি’-তে দক্ষতা রয়েছে এবং রেকর্ড সংরক্ষণের কাজে অভিজ্ঞতা আছে, এমন স্নাতককে ওই কাজে নিয়োগ করা হবে। তাঁর অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকা দরকার। এ ছাড়াও ইংরেজিতে সাবলীল হওয়া আবশ্যক।
আরও পড়ুন:
নিযুক্তের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। প্রতি মাসে তাঁর জন্য পারিশ্রমিক হিসাবে ২৫ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। মোট এক বছরের চুক্তিতে নিযুক্তকে কাজ করতে হবে। পরে ওই মেয়াদ বৃদ্ধি পেতে পারে।
আগ্রহীদের সরাসরি ইন্টারভিউয়ে যোগ দিতে হবে। ২৩ সেপ্টেম্বর বেলা ১১টার আগে আইসার কলকাতার নদিয়ার ক্যাম্পাসে ইন্টারভিউ আয়োজিত হতে চলেছে। সঙ্গে শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্রের মতো নথি রাখা দরকার। সংশ্লিষ্ট বিষয়ে বিশদ জানতে মূল বিজ্ঞপ্তিটি আইআইএসইআর, কলকাতার ওয়েবসাইট (iiserkol.ac.in) থেকে দেখে নেওয়া যেতে পারে।