বায়োইনফরমেটিক্স এবং ডেটা অ্যানালিসিস নিয়ে গবেষণা চলছে আইসার, কলকাতায়। ওই প্রকল্পে কাজের জন্য জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে। রাষ্ট্রায়ত্ত শিক্ষা প্রতিষ্ঠানের বায়োলজিক্যাল সায়েন্সেস বিভাগে নিযুক্তের কর্মস্থল হবে। শূন্যপদ একটি।
পদার্থবিদ্যা, বায়োফিজ়িক্স বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা উল্লিখিত বিভাগের কাজের জন্য আবেদন করতে পারবেন। তাঁদের ব্যাক্টেরিয়াল কালচার, ক্যালকুলাস নিয়ে কাজের দক্ষতা এবং পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন। প্রার্থীদের বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে।
আরও পড়ুন:
নিযুক্তকে এক বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড-এর (এসইআরবি) অর্থপুষ্ট প্রকল্পে নিযুক্তের কাজ চলবে। ওই সংস্থার তরফে প্রতি মাসে নিযুক্তের জন্য নির্দিষ্ট অঙ্কের পারিশ্রমিক বরাদ্দ করা হয়েছে।
আগ্রহীরা সরাসরি ইন্টারভিউয়ের জন্য উপস্থিত থাকতে পারবেন। ১৭ অক্টোবর আইসার, কলকাতার মোহনপুরের ক্যাম্পাসে ইন্টারভিউ নেওয়া হবে। প্রার্থীদের জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা এবং কর্মজীবনের অভিজ্ঞতার প্রমাণপত্র সঙ্গে থাকা প্রয়োজন।