Advertisement
E-Paper

ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের গবেষণা কেন্দ্রে কর্মী নিয়োগ, রইল বিশদ

ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের মণিপুর কেন্দ্রে নিয়োগ করা হবে। মাসে ৩৫ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হবে। 

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২৩ ১৩:৩৪
ICAR Research Complex for NEH Region Manipur Centre

আইসিএআর রিসার্চ কমপ্লেক্স ফর নেহ্ রিজিয়ন, মণিপুর। ছবি: সংগৃহীত

কেন্দ্রীয় সংস্থায় কর্মী নিয়োগ। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের মণিপুর কেন্দ্রে প্রফেশনাল পদে প্রার্থী প্রয়োজন। চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। কারা আবেদন করতে পারবেন, শূন্যপদ ক’টি? সমস্ত বিষয়ে রইল বিশদ তথ্য।

পদ:

আইসিএআর রিসার্চ কমপ্লেক্স ফর নেহ্ রিজিয়ন (আরসিএনইএইচ)-এ ইয়ং প্রফেশনাল পদে প্রার্থী নিয়োগ করা হবে। একটি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা এবং অভিজ্ঞতা:

বীজ বিজ্ঞান এবং প্রযুক্তি (সিড সায়েন্স অ্যান্ড টেকনোলজি) কিংবা জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং বিষয়ে মাস্টার অফ সায়েন্স (এমএসসি) ডিগ্রি থাকা আবশ্যক। ন্যূনতম ৬০ শতাংশ নম্বর রয়েছে, এমন স্নাতকোত্তর প্রার্থীদের আবেদন গ্রহণ করা হবে।

ইনফরমেশন টেকনোলজি সংক্রান্ত ক্ষেত্রে কাজ করার অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। পাশাপাশি, ভার্চুয়াল মিটিং করার দক্ষতা দরকার।

পারিশ্রমিক:

মাসে ৩৫ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হবে।

আবেদন সংক্রান্ত তথ্য:

  • প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ফরম্যাটে আবেদন করতে হবে।
  • অনলাইনে মেল যোগে কিংবা অফলাইনে এই পদের জন্য আবেদন পাঠানো যাবে।
  • প্রার্থীদের ৭ অগস্টের মধ্যে আবেদন পাঠাতে হবে।
  • ২১ থেকে ৪৫ বছর বয়সিদের আবেদন গ্রহণ করা হবে।

বাছাই করা প্রার্থীদের ৯ অগস্ট, ২০২৩ ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। পদ এবং নিয়োগ সংক্রান্ত অন্যান্য তথ্যের জন্য আরসিএনইএইচ-এর ওয়েবসাইট দেখে নিতে হবে।

Young Professional Recruitment 2023 Govt Job Alert 2023
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy