ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইপিজিএমইআর), কলকাতায় কর্মখালি। হাসপাতালের একটি গবেষণা প্রকল্পে কর্মী নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের এন্ডোক্রিনোলজি বিভাগের একটি প্রকল্পে ল্যাব টেকনিশিয়ান প্রয়োজন। শূন্যপদ একটি।
বিজ্ঞান বিভাগের বিষয়ে দ্বাদশ-উত্তীর্ণ ব্যক্তি উল্লিখিত বিভাগে কাজের জন্য আবেদন করতে পারবেন। প্রার্থীর মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা থাকলে, তাঁকে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
আরও পড়ুন:
নিযুক্ত ব্যক্তির জন্য প্রতি মাসে পারিশ্রমিক বাবদ ২০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। তাঁর বয়স ২৫ বছরের মধ্যে হতে হবে।
প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। এর জন্য তাঁদের ২ জুনের আগে সরাসরি আইপিজিএমইআর, কলকাতায় উপস্থিত থেকে কিংবা ই-মেল মারফত আবেদনপত্র জমা দেওয়া প্রয়োজন। এই মর্মে আরও তথ্য জানতে হাসপাতালের ওয়েবসাইটে প্রকাশিত মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।