ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন (ডব্লিউবিএমএসসি)-এর তরফে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি কমিশনের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, কলকাতা পুরসভায় একটি পদমর্যাদায় কাজের সুযোগ দেবে কমিশন। নিয়োগ হবে পরীক্ষার মাধ্যমে। এ জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন জানাতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ২১ অগস্ট থেকে।
কলকাতা পুরসভার জন্য নিয়োগ হবে পরিবেশ বন্ধু পদে। মোট শূন্যপদ রয়েছে ৬৪টি। এর মধ্যে সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য কিছু আসন সংরক্ষিত রাখা হবে। নিযুক্তদের ২০১৯ সালের রোপা আইন মেনে পে লেভেল ১ অনুযায়ী প্রতি মাসে পারিশ্রমিক দেওয়া হবে। এ ছাড়া, অন্য সুযোগসুবিধাও মিলবে।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে পুরুষ এবং মহিলা— উভয়েই আবেদন করতে পারবেন। তাঁদের বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। আবেদনকারীদের শারীরিক ভাবে সক্ষম হতে হবে। এ ছাড়াও রয়েছে যোগ্যতার অন্য মাপকাঠি।
আগ্রহীদের কমিশনের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিত শ্রেণিভুক্তদের আবেদনমূল্য বাবদ যথাক্রমে ৫০ টাকা এবং ২০০ টাকা জমা দিতে হবে। আগামী ১৭ সেপ্টেম্বর আবেদনের শেষ দিন। নিয়োগের শর্তাবলি এবং পরীক্ষার বিষয়ে বিস্তারিত জানতে কমিশনের ওয়েবসাইটে নজর রাখতে হবে প্রার্থীদের।