যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শুরু স্নাতকোত্তরের ভর্তি প্রক্রিয়া। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের দিবা এবং সান্ধ্য বিভাগের জন্য ভর্তি প্রক্রিয়ার আয়জন করা হচ্ছে। এ জন্য আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগে অভ্যন্তরীণ পড়ুয়ারা ছাড়াও বহিরাগতরা ভর্তির সুযোগ পাবেন। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য এই ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের দিবা বিভাগে বাংলা, তুলনামূলক সাহিত্য, ইংরেজি, অর্থনীতি, এডুকেশন, ফিল্ম স্টাডিজ, ইতিহাস, ভাষাতত্ত্ব, দর্শন, পলিটিক্যাল সায়েন্স উইথ ইন্টারন্যাশনাল রিলেশনস, সংস্কৃত, সমাজবিদ্যা পড়ার সুযোগ রয়েছে। অন্য দিকে, সান্ধ্য বিভাগে বাংলা, সংস্কৃত এবং ইতিহাস নিয়ে পড়ার সুযোগ মিলবে।
পড়ুয়ারা সংশ্লিষ্ট বিষয়ে অনার্স বা মেজর নিয়ে স্নাতকে ন্যূনতম ৬০ শতাংশ নিয়ে উত্তীর্ণ হতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য থাকবে ছাড়। তবে এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে।
আরও পড়ুন:
বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ পড়ুয়াদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। অ্যাডমিশন ফি ১,২০০ টাকা। এর পর তাঁদের যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন বিষয়ে ভর্তি নেওয়া হবে।
একই ভাবে, বহিরাগতদেরও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। তবে এ ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষার জন্য সংরক্ষিত এবং অসংরক্ষিত শ্রেণিভুক্তদের আবেদনমূল্য বাবদ যথাক্রমে ১০০ এবং ২০০ টাকা জমা দিতে হবে। কোনও কোনও বিষয়ে শুধুমাত্র প্রবেশিকা পরীক্ষার ভিত্তিতে ভর্তি নেওয়া হবে। আবার কিছু ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষা, দশম এবং দ্বাদশের পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং স্নাতকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। এ বিষয়ে বাকি তথ্য জানা যাবে মূল বিজ্ঞপ্তি থেকে।