রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) অধীনস্থ সংস্থায় কাজের সুযোগ। এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করেছে ভারতীয় রিজ়ার্ভ ব্যাঙ্ক নোট মুদ্রণ প্রাইভেট লিমিটেড। সংস্থায় বেশ কিছু পদমর্যাদায় কাজের সুযোগ মিলবে। চাকরিপ্রার্থীদের থেকে আবেদন গ্রহণ করা হবে অনলাইনে।
সংস্থায় ডেপুটি ম্যানেজার এবং প্রসেস অ্যাসিস্ট্যান্ট গ্রেড-১ ট্রেনি (শিক্ষানবিশ) পদে কাজের সুযোগ মিলবে। ডেপুটি ম্যানেজার পদে সংস্থার প্রিন্টিং ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এবং জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের কর্মী নিয়োগ করা হবে। সব মিলিয়ে শূন্যপদের সংখ্যা ৮৮। সমস্ত পদে সংস্থায় কর্মরত এবং বহিরাগত চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন। নিযুক্তদের প্রথমে কিছু সময়ের জন্য ‘প্রোবেশন’-এ রাখা হবে। তাঁদের পোস্টিং হবে পশ্চিমবঙ্গ-সহ দেশের অন্য রাজ্যে।
ডেপুটি ম্যানেজার এবং প্রসেস অ্যাসিস্ট্যান্ট গ্রেড-১ ট্রেনি পদে আবেদনকারীদের বয়স যথাক্রমে ৩১ বছর এবং ১৮-২৮ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। ডেপুটি ম্যানেজার এবং প্রসেস অ্যাসিস্ট্যান্ট গ্রেড-১ ট্রেনি নিযুক্তদের বার্ষিক বেতন হবে যথাক্রমে ১৯ লক্ষ এবং ১২ লক্ষ টাকা।
আরও পড়ুন:
প্রতি পদে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতা ভিন্ন, যা মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আগ্রহীদের এ জন্য সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। ডেপুটি ম্যানেজার এবং প্রসেস অ্যাসিস্ট্যান্ট গ্রেড-১ ট্রেনি পদে আবেদনকারীদের জন্য আবেদনমূল্য ধার্য করা হয়েছে যথাক্রমে ৬০০ এবং ৪০০ টাকা। সংরক্ষিতদের জন্য থাকবে ছাড়। এর পর অনলাইন পরীক্ষার মাধ্যমে উভয় পদে নিয়োগ হবে। আবেদনের শেষ দিন আগামী ৩১ অগস্ট। পরীক্ষা হবে আগামী সেপ্টেম্বর বা অক্টোবরে। এ বিষয়ে বাকি তথ্য সংস্থার ওয়েবসাইট থেকে জানা যাবে।