পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ করা হবে। বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ ভেটেরিনারি সার্জারি অ্যান্ড রেডিয়োলজির একটি গবেষণা প্রকল্পে কর্মখালি রয়েছে। কেন্দ্র সরকারের অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (সাবেক এসইআরবি)-র অর্থপুষ্ট এই প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলো পদে কর্মী প্রয়োজন। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ওই পদে নিয়োগ করা হবে।
প্রকল্পটির জন্য বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, পলিমার সায়েন্স, ভেটেরিনারি সার্জারি অ্যান্ড রেডিয়োলজি কিংবা সমতুল্য বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন প্রার্থীদের নিয়োগ করা হবে। উল্লিখিত পদের মেয়াদ ১২ সেপ্টেম্বর পর্যন্ত পর্যন্ত ধার্য করা হয়েছে।
আরও পড়ুন:
নিয়োগের পর ৩৭ হাজার পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। প্রকল্পের মেয়াদের ভিত্তিতে ওই পদের সময়সীমা বৃদ্ধি করা হবে। প্রকল্পের নাম, ‘ডেভেলপমেন্ট অফ ডোপড বায়োঅ্যাক্টিভি গ্লাস কোটেড এগশেল মেমব্রেন ফর ডায়াবেটিক বার্ন উন্ড হিলিং’।
আগ্রহীদের ১৮ মার্চ দুপুর ২টোর আগে বিশ্ববিদ্যালয়ে ইন্টারভিউয়ের জন্য উপস্থিত থাকতে হবে। সংশ্লিষ্ট দিনে প্রার্থীদের জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি সঙ্গে রাখা আবশ্যক। নিয়োগের শর্তাবলি সম্পর্কে আরও জানতে হলে, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।